Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকাণ্ড

টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এর কার্যাবলীঃ

১. টিভিআই তে ৪টি (i. উইভিং, ii. নিটিং, iii. ড্রেস মেকিং, iv. ডাইং, প্রিন্টিং ও ফিনিসিং) ট্রেড পড়ানো হয়, যা একজন দক্ষ বস্ত্র প্রকৌশলী তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রাথমিক ভিত্তি টা টিভিআই থেকে শুরু হয়;

২. ঝরে পড়া শিক্ষার্থীদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার জন্য হাতে কলমে শিখানো হয়;

৩. কর্মমুখী শিক্ষার মাধ্যমে নারী ক্ষমতায়নে ভূমিকা রাখতে টিভিআই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে;

৪. টেক্সটাইল বিষয়ক তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান সম্বলিত শিক্ষা কার্যক্রম পরিচালিত করা;

৫. ফ্লোর লেভেলের জনবল তৈরির জন্য অত্যাধুনিক ল্যাব, ওয়ার্কশপ ও যন্ত্রপাতির যথাযথ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে কলমে দক্ষ করা;

৬. বস্ত্র শিল্প প্রতিষ্ঠানের সাথে ইন্টার্নশিপ ও পরিদর্শন নিশ্চিত করার কার্যক্রম গ্রহণ করা;

৭. বাজারের চাহিদা অনুযায়ী কারিকুলাম তৈরি ও যুগোপযোগী করণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর সাথে সমন্বয় করা;

৮. শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, নেতৃত্ব গুনাবলি ও পেশাদার মনোভাব সৃষ্টি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা।