টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, দশানী, বাগেরহাট প্রতিষ্ঠানের উদ্ভাবন/ডিজিটাইজেশন ডাটাবেজ
ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা্র ডাটাবেজ।
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
ক্র:ন: |
ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা্/আইডিয়ার নাম |
সেবা্/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ |
সেবা্/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না |
সেবার লিংক |
মন্তব্য |
১ |
টিভিআই বাগেরহাট প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করণের লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন। |
টিভিআই বাগেরহাট প্রতিষ্ঠানের একজন মাত্র নিরাপত্তা প্রহরী রয়েছে, যার দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা বিধান সম্ভব হচ্ছেনা। তাই নিরাপত্তা জোরদার করনের লক্ষ্যে সমপূর্ণ প্রতিষ্ঠান সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে, এতে সার্বক্ষণিক নিরাপত্তা সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। |
সেবা্/আইডিয়াটি কার্যকর আছে |
হ্যাঁ |
|
|
২ |
সিসি ক্যামেরা অন-লাইন করণ |
প্রতিষ্ঠান প্রধানকে প্রশাসনিক প্রয়োজনে বিভিন্ন সময় প্রতিষ্ঠানের বাহিরে অবস্থান করতে হয়। সে সময় ক্লাশসহ প্রতিষ্ঠানের সার্বিক তদারকি করা সম্ভব হয়না। এ অসুবিধা দূর করনের লক্ষ্যে স্থাপিত সিসি ক্যামেরা অন-লাইন করা হয়েছে। ফলে দেশের যে কোনো স্থান হতে প্রতিষ্ঠানের সার্বিক তদারকি করা সম্ভব হচ্ছে। |
সেবা্/আইডিয়াটি কার্যকর আছে |
হ্যাঁ |
|
|
৩ |
ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্মচারীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করণ। |
বাগেরহাট একটি উপকূলীয় এলাকা। এখানে সুপেয় খাবার পানির অভাব রয়েছে। ফলে ছাত্র-ছাত্রীদের খাবার পানির চাহিদা মেটাতে উচ্চ মূল্যে পানি কিনতে হয়। এতে প্রচুর অর্থ ব্যয় ছাড়াও অনেক সময় পানির সংকট দেখা দেয়। এ অসুবিধা দূর করণের লক্ষ্যে রিভার্স অসমোসিস পদ্ধতির পানির ফিল্টারের ব্যবস্থা করা হয়েছে। এতে পানি সংকটের সমাধানের পাশাপাশি অর্থ সাশ্রয় হচ্ছে। |
সেবা্/আইডিয়াটি কার্যকর আছে |
হ্যাঁ |
|
|
৪ |
অটোমেটিক ঘন্টাদান পদ্ধতি |
রুটিন মোতাবেক ক্লাশ পরিচালনার একটি অপরিহার্য অনুসঙ্গ হলো ঘন্টা দেয়া। যার জন্য একজন কর্মচারীকে সর্বদা সচেষ্ট থাকতে হয়। অটোমেটিক ঘন্টাদান পদ্ধতি একবার সেট করার পর জনবলের সংশ্লিষ্টতা ছাড়াই রুটিন মোতাবেক অটোমেটিকভাবে ঘন্টাদান পদ্ধতি পরিচালিত হচ্ছে। ফলে সরকারের আর্থিক সাশ্রয় হচ্ছে। |
সেবা্/আইডিয়াটি কার্যকর আছে |
হ্যাঁ |
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস